ওয়েবসাইট বানাবার পূর্বে যে বিষয় খেয়াল রাখবেন
hosting image
Before making a website

ওয়েবসাইট বানাবার পূর্বে যে বিষয় খেয়াল রাখবেন

ওয়েবসাইট বানাবার পূর্বে যে বিষয় খেয়াল রাখবেন। আমাদের যখন মনে হয় যে “এখন আমার অনলাইনে একটা প্ল্যাটফর্ম দরকার” তখনি আমরা কোনকিছু চিন্তা না করেই ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করে দেই। তবে ওয়েবসাইট বানাবার পূর্বে কিছু বিষয় খেয়াল রাখবেন যা আপনার অনলাইনে আসার উদ্দেশ্যকে আরো সহজ ও সিকিউর করে তুলতে সাহায্য করবে।

ওয়েবসাইট কি?

সাধারণ ভাষায় ওয়েবসাইট হচ্ছে ইন্টারনেটে তৈরি একটি জগত যেখানে সবাই সবার নিজের মত করে সাজাতে পারে। আপনার এই জগতে আপনি চাইলে আপনার মনের মত জিনিস রাখতে পারবেন যা অবশ্যই কন্টেন্ট। যেমন আপনার লেখা, ছবি, ভিডিও বা বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত ও ডাটা রাখতে পারেন।

আপনি জানলে অবাক হবেন যে সারা বিশ্বে কোটি কোটি ওয়েবসাইট রয়েছে এবং তার বর্তমান সংখ্যা প্রায় ১.৯৮ বিলিয়ন।

একেক জন মানুষ কিন্ত একটি করেই ওয়েবসাইট তৈরী করে না। প্রয়োজন অনুযায়ী একাধিক ওয়েবসাইট বানিয়ে থাকে। কেউ নিজের পার্সোনাল কাজে, কেউ বা ব্যাবসার জন্য আবার কেউ শখের বসে বা বিভিন্ন কাজের জন্য ওয়েবসাইট বানিয়ে থাকে।

ওয়েবসাইট বানাবার পূর্বে কি কি বিষয় খেয়াল রাখবেনঃ

প্রথমত আপনাকে চিন্তা করতে হবে আপনি কি কারনে ওয়েবসাইট বানাচ্ছেন। আপনার অবশ্যই জানা আছে কাদের জন্য আপনি আপনার ওয়েবসাইট বানাবেন। তাই আপনার নিশ বা আপনার ভিজিটর বা টার্গেটেড ভিজিটর দের কথা ভেবে রিসার্চ করে আপনার সাইট এর একটা কমপ্লিট ধারনা নিজের মধ্যে তৈরী করুন।

  • আপনার ওয়েবসাইট তৈরির উদ্দেশ্য
  • কোন বিষয়ের ওয়েবসাইট বানাবেন অর্থাৎ আপনার নিস বা কাজের বিষয়বস্তু নির্বাচন
  • একটি সঠিক পরিকল্পনা প্রস্তত করা
  • নিস এর সাথে মিলিয়ে অথবা সুন্দর ও সহজ ডোমেইন নির্বাচন
  • সঠিক ডোমেইন এক্সটেনশন নির্বাচন করা
  • ডোমেইন কোথা থেকে কিনবেন
  • কাজ ও ওয়েবসাইটের ধরনের উপর হোস্টিং নির্বাচন
  • কোন ধরনের হোস্টিং আপনার দরকার এবং কোথা থেকে কিনবেন
  • আপনার ওয়েবসাইটের ডিজাইন কেমন হবে
  • আপনার ওয়েবসাইটের সিকিউরিটি
  • আপনার ওয়েবসাইট তৈরির খরচ কত হতে পারে
  • প্রাথমিক ওয়েবসাইট পরিচালনার দক্ষতা ও ধারাবাহিকতা
  • ওয়েবসাইট সম্পন্ন করা এবং মার্কেটিং করা

আপনার ওয়েবসাইট তৈরির উদ্দেশ্য

নিদৃষ্ট লক্ষ্য ছাড়া সঠিক গন্তব্যে পৌঁছানো যায় না। আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান, সবার আগে নিজেকে প্রশ্ন করুন, কেনো আপনি ওয়েবসাইট তৈরি করবেন? ওয়েবসাইট তৈরির পেছনে আপনার মূল উদ্দেশ্য কী?

আপনার ওয়েবসাইট তৈরী করার পিছনে নানান উদ্দেশ্য থাকতে পারে, যেমন কেউ হয়তো নিজের পার্সোনাল ওয়েবসাইট তৈরী করেন, কেউবা স্কুল বা প্রতিষ্ঠানের জন্য আবার কেউ অনলাইনে পণ্য বিক্রি করতে ওয়েবসাইট বানিয়ে থাকেন। বিভিন্ন রকম ওয়েবসাইট রয়েছে সারাবিশ্বে।

কেউ লেখালেখি করার জন্য ওয়েবসাইট বানায় যেমন নিউজ পেপার সাইট, আর্টিকেল সাইট, টিপস এন্ড ট্রিক্স সাইট সহ আরোও নান ধরনের ব্লগিং সাইট। এতো এতো ওয়েবসাইট এর বিভিন্ন লক্ষ্য থেকে আপনাকে একটা লক্ষ্য নির্বাচন করতে হবে।

আপনার নিস বা কাজের বিষয়বস্তু নির্বাচন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *