ওয়েবসাইট বানাবার পূর্বে যে বিষয় খেয়াল রাখবেন
ওয়েবসাইট বানাবার পূর্বে যে বিষয় খেয়াল রাখবেন। আমাদের যখন মনে হয় যে “এখন আমার অনলাইনে একটা প্ল্যাটফর্ম দরকার” তখনি আমরা কোঙ্কিছু চিন্তা না করেই ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করে দেই। তবে ওয়েবসাইট বানাবার পূর্বে যে ৭টি বিষয় খেয়াল রাখবেন যা আপনার অনলাইনে আসার কারনটাকে আরো সহজ ও সিকিউর করে তুলবে।
ওয়েবসাইট বানাবার পূর্বে যে বিষয় খেয়াল রাখবেন
কি কি বিষয় খেয়াল রাখবেনঃ
প্রথমত আপনাকে চিন্তা করতে হবে আপনি কি কারনে ওয়েবসাইট বানাচ্ছেন। আপনার অবশ্যই জানা আছে কাদের জন্য আপনি আপনার ওয়েবসাইট বানাবেন। তাই আপনার নিশ বা আপনার ভিজিটর বা টার্গেটেড ভিজিটর দের কথা ভেবে রিসার্চ করে আপনার সাইট এর একটা কমপ্লিট ধারনা নিজের মধ্যে তৈরী করুন।
এরপর আপনাকে যা করতে হবে তা হলো আপনার ব্র্যান্ড এর নাম বা আপনার নিশ রিলেটেড নাম যেটি সর্বাধিক গ্রহণযোগ্য। যা সহজ ও ব্রেইন ক্যাচ করতে সক্ষম অর্থাৎ মানুষের মনে গেথে যাবে এমন। যা সহজেই মনে রাখতে পারবে।
এবার আপনি সেই নামটি দিয়ে ডোমেইন কিনে ফেলুন। যখন ব্র্যান্ড নিয়ে ভাববেন তখন ডোমেইন নামটি ফাকা আছে কি না তা চেক করে নিবেন।