এস এস এল সার্টিফিকেট এর বিস্তারিত
এস এস এল সার্টিফিকেট এর বিস্তারিত। এস এস এল এর পূর্ন অর্থ secure socket layer (SSL)। যখন আমরা কোন ওয়েবসাইটে ভিসিট করি তখন যদি ওই ওয়েবসাইটের লিঙ্ক এর শুরুতে https দেখি তাহলে বুঝি ওয়েবসাইট টি ব্রাউজ করার জন্য নিরাপদ। HTTPS এবং SSL হলো এক ধরণের “Encryption Method” যা ইউজারের ব্রাউজার এবং সার্ভার এর মধ্যে একটি নিরাপদ সংযোগ স্থাপন করতে সাহায্য করে।
SSL একটি সাইটের ব্যবহারকারীর লগ ইন নেম, পাসওর্য়াড, পিন কোড, ডেবিট ও ক্রেডিট কার্ড নম্বর নিরাপদে রাখে।
আমাদের হোস্টিং এর সাথে আপনি সারাজীবনের জন্য এস এস এল সার্টিফিকেট ফ্রী পাবেন। অর্থাৎ যতদিন আমাদের হোস্টিং ব্যাবহার করবেন ততদিন ই এস এস এল পাবেন।
নিজে নিজেই এস এস এল সেটাপ করে নিবেন কিভাবে?
আপনার সাইটে যদি কোন কারনে এস এস এল সার্টিফিকেট শো না করে আপনি চাইলে আপনার সিপ্যানএল থেকে খুব সহজেই এস এস এল সার্টিফিকেট সেট করে নিতে পারবেন। চলুন জেনে নেই এস এস এল সার্টিফিকেট এর বিস্তারিত।
এস এস এল সার্টিফিকেট এর বিস্তারিত
যেভাবে করবেনঃ
প্রথমে আপনার সিপ্যানেল এ লগিন করুন।
এবার উপরে সার্চ বার এ এস এস এল লিখে সার্চ দিন।
এখন লেটস ইনক্রিপ্ট এস এস এল এ ক্লিক করুন।
এখানে বক্সে আপনার ডোমেইন সিলেক্ট করে ইন্সটল দিয়ে নিন।
আপনার সাইটে যদি এস এস এল ইন্সটল দেয়া থাকার পর ও না আসে তাহলে সিপ্যানেল থেকে খুব সহজেই সমাধান করে নিন।
আপনার সিপ্যানেলে লগিন করে উপরে সার্চ বার থেকে Redirect সার্চ করুন।
এখানে আপনি পার্মানেন্ট ভাবে রিডাইরেক্ট সিলেক্ট করে আপনার এস এস এল (https) সহ লিংক টি রিডাইরেক্ট ডোমেইনে পেস্ট করে দিন।
এবার সেভ করে দিন।
এস এস এল সার্টিফিকেট এর প্রয়োজনীয়তাঃ
সকল ওয়েবসাইটেই SSL এর প্রয়োজনীয়তা অনেক। বিশেষ করে যাদের ই-কমার্স ব্যবসায়িক ওয়েবসাইট তাদের ওয়েবসাইটে SSL ব্যবহারের প্রয়োজনীয়তা অনেক বেশি। কারণ বিভিন্ন পেমেন্ট মেথড যেমন এর মাধ্যমে পেমেন্ট গ্রহণের জন্য আপনার ওয়েবসাইটে অবশ্যই SSL Certificate থাকতে হবে যাতে কাস্টমারের গুরুক্তপূর্ন তথ্য নিরাপদ থাকে।
তাছাড়া অনিরাপদ দেখালে আপনার ওয়েবসাইট কেউ ব্রাউজ করবে না এবং কাস্টমার বা ইউজার তাদের গুরুক্তপূর্ন তথ্য দিয়ে সাইন আপ বা প্রোডাক্ট অর্ডার করবে না।
অন্যদিকে গুগল SSL যুক্ত ওয়েবসাইটকে র্যাংকিং এর ক্ষেত্রে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং SSL ব্যবহার আপনার ওয়েবসাইট এর SEO এর জন্য সুবিধাজনক। সুতরাং আপনি এস এস এল সার্টিফিকেট এর বিস্তারিত জেনে কাজ করলে আপনার সাইট এর সকল সিকিউরিটি সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন।
SSL এর প্রকারভেদ গুলো নিচে দেয়া হল:
SSL CERTIFICATE বিভিন্ন ধরন এর হয়ে থাকে যেমন
১, Positive SSL .
২, Instant SSL .
৩, Domain validation SSL (DV) .
৪, Organization valid SSL .
৫, Extend Validation SSL (EV) .
৬, Wild Card SSL certificate .
আরোও বিস্তারিত জানতে চাইলে আমাদের জানান। আমরা চেষ্টা করবো বিস্তারিত জানানোর।